পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। রোববার (২২ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নূরুল হক। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার ও কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক শাখাওয়াত হোসেন, কৃষক অনুকুল ব্যানার্জী, নার্সারি মালিক আনিছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কৃষি বিষয়ক জারিগান পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীেেদর মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
5,944,290 total views, 2,102 views today