দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার নবাগত ওসি সৈয়দ মান্নান আলী স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (১৮ জুলাই) বেলা ১২টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সহ-সভাপতি রশিদুল ইসলাম রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু হুরাইরা, রিয়াজুল ইসলাম, মীর খায়রুল আলম, সদস্য এসএম নাসির উদ্দীন, আব্দুর রব লিটু, কবির হোসেন, আজিজুল হক আরিফ, এমএ মামুন, নাছিরুজ্জামান, ফরহাদ হোসেন সবুজ প্রমুখ।
এসময় নবাগত ওসি সৈয়দ মান্নান আলী বলেন, দেবহাটা থেকে মাদক, জঙ্গী, সন্ত্রাস, নারী নির্যাতনসহ সকল প্রকার অপরাধ নির্মূল করতে একযোগে কাজ করতে হবে। এ সময় দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামানা করেন তিনি।