জুলাই ৫, ২০১৮
কালিগঞ্জ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র শেখ মেহেদী হাসান সুমন। কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক গোলাম মহিউদ্দীন ও বাংলা বিভাগের প্রভাষক ময়নুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, দৈনিক দৃষ্টিপাত’র ব্যুরো প্রধান শেখ আবু হাবিব প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ ও নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। ‘ঐ নতুনের কেতন ওড়ে’ স্লোগানে নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের প্রভাষক নুরুল ইসলাম, মিত্র তাপস কুমার ও আব্দুল কাদের, কলেজের শিক্ষার্থী শেখ সেলিম, শেখ রাসেল, নবাগত শিক্ষার্থী যথাক্রমে শিহাব আনজুম আশরাফি শোভন, মেহেজাবীন আলম তিতলী, ফজলুর রহমান ও শামীমা সুলতানা। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। 8,412,520 total views, 673 views today |
|
|
|