কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সেলিম মোড়ল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া মুজিবুর রহমান মার্কেটের আমের আড়ৎ থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়।
সেলিম উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আব্দুল গফফার মোড়লের ছেলে।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক নিয়াজ মোহাম্মদ খান ও সহকারি উপ-পরিদর্শক মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশ সেলিম মোড়লের আমের আড়তে অভিযান পরিচালনা করে। এসময় আড়তের ভেতর থেকে ৪৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ও সেলিম মোড়লকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।