কালিগঞ্জ প্রতিনিধি: শেখ হাসিনার সার্বজনীন শিক্ষা নীতির আলোকে নারী শিক্ষার অগ্রগতি প্রসারে উপবৃত্তি প্রদান এবং একবিংশ শতাব্দীর ভিশন ও মিশনকে যুগান্তকারী এবং বিশ্ব মানের গড়ে তোলার লক্ষ্যে কালিগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা ১১টায় কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক জি এম আব্দুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দীন, সাবেক প্রধান শিক্ষক সামসুর রহমান, শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোবিন্দ মন্ডল, ডা. মুজিব রুবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।