কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নিত্য মন্ডল (৪৫) এক নারীকে (৩২) ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকসা গ্রামের রবিন্দ্রনাথ মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১৫ জুলাই) রাত ৮টার দিকে ভুক্তভোগী ওই নারী তার বাবার বাড়ী ড্যামরাইল থেকে তার শশুর বাড়ী উকসায় আসার পথে তাকে অনুসরণ করে নিত্য মন্ডল। পথিমধ্যে ড্যামরাইল ও উকসার মধ্যবর্তী স্থানে আসলে ওই নারীকে জোর পূর্বক টেনে পাশ্ববর্তী নদীর ধারে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। তার চিৎকারে এগিয়ে আসেন সেকেন্দারপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা হানিফ (৭০)। এ সময় লম্পট নিত্য মন্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বর্তমানে লম্পট নিত্য মন্ডল মুঠোফোনে ভুক্তভোগী ওই নারীকে ভয়ভীতিসহ হুমকি প্রদান করছে।
এদিকে বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী ওই নারীর ভাই দিপংকার সরকারের কাছে জাইতে চাইলে তিনি বলেন লম্পট নিত্য মন্ডল প্রভাবশালী হওয়ায় বিভিন্ন দিক থেকে আমাদের পরিবারের উপর হুমকি দিচ্ছে।