জুলাই ২৬, ২০১৮
কপিলমুনিতে তিন দিনের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
জি এম মোস্তাক আহমেদ, কপিলমুনি: তিন দিনের অবিরাম বৃষ্টিতে কপিলমুনি, হরিঢালী, উলুডাঙ্গা, রহিমপুর, সোনাতনকাটি, মামুদকাটি, সলুয়া, প্রতাপকাটি, কাজিমুছা, কাশিমনগর ও রামনগরসহ বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষেত, বীজতলা, পানের বরজ ও নার্সারি তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া তলিয়ে গেছে কয়েক গ্রামের বসতবাড়ি, রাস্তা-ঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। বাজার উন্নয়নের কাজ অব্যাহত থাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর দাবি। 8,703,322 total views, 255 views today |
|
|
|