মে ২৯, ২০২৪
সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান হলেন মশিউর রহমান বাবু
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩১ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৪২ ভোট। বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে চিংড়ি মাছ প্রতীকে গোলাম মোরশেদ পেয়েছেন ১৬ হাজার ৮৫৯ ভোট, আনারস প্রতীকে সুশান্ত কুমার মন্ডল পেয়েছেন ১৮ হাজার ২৬৯ ভোট ও ঘোড়া প্রতীকের প্রার্থী তামিম আহমেদ সোহাগ পেয়েছেন ৩ হাজার ১৪৮ ভোট। তৃতীয় ধাপে বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ষষ্ঠ উপজেলা নির্বাচনে ১৪০টি কেন্দ্রে কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের ভোধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে গণনাপূর্বক রাত পৌনে ৮টায় সহকারী রিটার্নিং অফিসার মোঃ মেহেদী হাসান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই লাঙ্গল প্রর্তীকের ভোটার সমর্থকরা শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করতে দেখা গেছে। উল্লেখ্য, সাতক্ষীরা সদর উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ২ হাজার ৪৪৭ জন। নারী ভোটার ২ লাখ ৩ হাজার ৭১৩। হিজরা ভোটার আছেন ৩ জন। 8,570,503 total views, 9,208 views today |
|
|
|