মার্চ ৮, ২০২৪
আটুলিয়া ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরিতে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ
মেহেদী হাসান, আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সরকারি নীতিমালা অনুযায়ী বঙ্গবন্ধুর স্থায়ী ম্যুরাল তৈরি করা হয়েছে।বঙ্গবন্ধুর অস্হায়ী ম্যুরালটি সরানো কে কেন্দ্র করে বিভ্রান্তি বা গুজব রটনার অভিযোগ পাওয়া গেছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আটুলিয়া ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুল কাদের এর পুত্র বারবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু জানান বিগত দিনে আটুলিয়া ইউনিয়ন পরিষদের বাউন্ডারির মধ্যে স্থানীয় আওয়ামীলীগ নেতৃত্ববৃন্দ টিন সিটের উপর ছবি সংযুক্ত পোস্টার লাগিয়ে বঙ্গবন্ধুর একটি অস্থায়ী ম্যুরাল তৈরি করেন। পরবর্তীতে শ্যামনগর উপজেলার সাবেক নির্বাহী অফিসার আখতার হোসেন মহোদয় শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করতে উদ্যোগ নিয়ে সরকারি নীতিমালা জানান । সে নীতিমালা অনুসরণ করে আটুলিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে একটি স্থায়ী ম্যুরাল তৈরি করা হয়। সেখানে সরকারি বিভিন্ন কর্মসূচি পালন করতে পেরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু সালেহ বাবুসহ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।এদিকে সরকারি নীতিমালা পরিপন্থী অস্থায়ী ম্যুরালটি আওয়ামীলীগ নেতাকর্মীদের সহায়তায় অপসারণ করা হয়। একই জায়গায় দুটি ম্যুরাল হওয়ায় সরকারি কর্মসূচি পালনে অসুবিধায় পড়তে হত। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে এক শ্রেণীর বিশেষ মহল ফায়দা লুটতে বিভ্রান্তি ছড়িয়ে চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবুর বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ পাওয়া গেছে। যার কোন ভিত্তি পরিলক্ষিত হয়নি। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এম মারুফ বিল্লাহ সহ স্থানীয়ভাবে ম্যুরালটি নির্মাণের সাথে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে বিস্তারিত জানতে চাইলে তারা বলেন যে তৎকালীন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার মহোদয় স্থায়ী ম্যুরাল নির্মাণের জন্য বরাদ্দ প্রদানের জন্য আশ্বাস প্রদান করলেও বরাদ্দ আসতে বিলম্ব হওয়ায় ইউনিয়ন পরিষদ চত্বরে অস্থায়ী ম্যুরালের পাশাপাশি পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে সরকারি নীতিমালা অনুসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ হয়। স্থানীয়রা জানায় পাশাপাশি দুটি ম্যুরাল নির্মাণের আইন না থাকায় সংশ্লিষ্ট নেতাকর্মীরা অস্থায়ী ম্যুরালের নিচের বালু সরিয়ে নিয়ে যায়।বর্তমান রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য স্থানীয় প্রভাবশালী কিছু অসাধু ব্যক্তি এই ম্যুরাল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 8,559,020 total views, 9,626 views today |
|
|
|