জুন ২৬, ২০২৩
পাটকেলঘাটার অনাথ ও সুজিতের ঘরবাড়ি ভেঙে ও গাছগাছালি কেটে উচ্ছেদ জবরদখলকারিরা বানাচ্ছেন নতুন ঘরবাড়ি
নিজস্ব প্রতিনিধি: ঘরবাড়ি ভাঙচুর ও গাছপালা কেটে দুই ভ্যানচালককে জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। সেখানে বানানো হচ্ছে পাকা ঘর। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে। গত কাল ২৬ জুন মঙ্গলবার বিকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সেনেরগাতি গ্রামের ঘটনা এটি।
সোমবার সরেজমিনে সেনেরগাতি গ্রামের মিশন পল্লীতে গেলে হাফিজুল ইসলাম, সমরেশ মÐল, যোশেফসহ কয়েকজন জানান শচীন্দ্রনাথ সরদার ও রণজিৎ মÐলের ছেলেরা ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে গত ১৩ জুন অনাথ সরদারের বসতঘর ও রান্না ঘর ভেঙে দিয়েছে। কেটে নিয়েছে অনাথের কয়েকটি গাছ। এ ছাড়া নরেন দাসের ছেলে সুজিত দাসের দুই শতক পৈতৃক জমি রেকর্ড করে নিয়ে তাকেও বাড়ি থেকে উচ্ছেদ করেছে। অনাথ ও সুজিত স্থানীয়ভাবে চেয়ারম্যানের পক্ষের লোক বলে স্থানীয় আওয়ামী লীগ নেতা সন্তোষসহ কয়েকজন জবরদখলকারিদের পক্ষে অবস্থান নিয়েছেন। যার ফলে নিজের জমি থেকে উচ্ছেদ হতে হয়েছে অনাথ, সুজিত, সুজিতের বোন কৌশল্যা সরদারকে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে ঘর সংস্কারের মিথ্যা নাটক সাজিয়ে অনাথের ঘরবাড়ি ভেঙে সেখানে নতকুন ঘরবাড়ি তৈরি করছেন রণজিৎ মÐলের পাঁচ ছেলে ও শচীন সরদার। প্রতিকার করলে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে। 8,667,766 total views, 3,090 views today |
|
|
|