জুন ২৩, ২০২৩
উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই – আশরাফুল আলম লিটন
মোঃ শাহারুল ইসলাম রাজ ,শার্শা প্রতিনিধি: যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক সফল মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে ভাবতে হবে দলের নেতা নয়, খাঁটি কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয়েই দেশের সর্বস্তরের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার পেয়ে থাকেন।
যশোর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস আজমের সভাপতিত্বে তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করেছে। যা বর্তমান স্মাট বাংলাদেশের মানুষ ভোগ করতে শুরু করেছে। তাই এই নির্বাচনে আওয়ামীলীগকে আরো শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে। মনে রাখতে হবে কোন স্বধীনতা বিরোধী অপশক্তি যেন এদেশে রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে। স্বধীনতা বিরোধীরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ শতবছর পিছিয়ে যাবে। 8,667,724 total views, 3,048 views today |
|
|
|