মে ২৮, ২০২৩
কয়রায় আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস পালন
মোঃ রউফ কয়রা(খুলনা)প্রতিনিধি : কয়রায় আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস পালন করা হয়েছে। প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে র্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ মে বেলা ১১ টায় শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের হলরুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দকোপ-কয়রা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ট্রেজারার রিয়াছাদ আলী, প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের দাকোপ-কয়রা সাইট অফিসার মোঃ আলউদ্দিন, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, বন কর্মী হারুন অর রশিদ, সাংবাদিক ফরহাদ হোসেন, শিক্ষার্থী তামান্না আক্তার, জসামন্ত মন্ডল প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। 8,546,222 total views, 13,554 views today |
|
|
|