মে ৭, ২০২৩
চাঁদখালীতে অবশেষে চান্নিতে মাছ বিক্রয়ের সিদ্ধান্ত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় সম্প্রতি চাঁদখালী বাজারে খুচরা মাছ বিক্রয় সংক্রান্ত বিষয়ের জটিলতা কাটিয়ে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইউএনও মমতাজ বেগমের হস্তক্ষেপে চাঁন্নিতে মাছ বিক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গেছে, পাইকগাছা চাঁদখালি বাজারে সরকার কর্তৃক নির্মিত কয়েক লক্ষ টাকা ব্যয়ে মাছ চান্নি রয়েছে। যেখানে হাতে কেটে খুচরা মাছ বিক্রয় করার সুন্দর পরিবেশ থাকলেও কোন এক অজানা কারণে ব্যবসায়ীরা সেখানে (চান্নিতে) মাছ বিক্রয় না করে বাজারের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মাছ বিক্রয় করাতে বাজারের পরিবেশসহ স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকিসহ দুর্গন্ধের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিলো। এ বিষয়ে গত রবিবার সিটিজি টিভিসহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ায় পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও চান্নিতে মাছ বিক্রয় করার আবেদন করায়, উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মমতাজ বেগম বিষয়টি জনস্বার্থে আমলে নেন। যার’ই প্রেক্ষিতে রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম চাঁদখালী বাজারে সরজমিনে যেয়ে সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জনস্বার্থে বাজারের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মাছ বিক্রয়ের পরিবর্তে সরকার কর্তৃক নির্মিত মাছের চান্নিতে মাছ বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের এই অফিসারের এমন সিদ্ধান্ত গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, পাশাপাশি বাজার সংলগ্ন বাড়ি শিক্ষক মোঃ করিম মোড়ল সহ স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই অফিসারের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন। করে উল্লেখিত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন বাজারের সার্বিক দিক বিবেচনা করে ও জনস্বার্থে সরকার কর্তৃক নির্মিত নির্ধারিত মাছের চান্নিতে মাছ বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি চাঁন্নিতে মাছ ব্যবসায়ীদের বসার স্থান সংকুলান না হওয়ায় চান্নির পাশে যে পরিত্যক্ত জায়গা রয়েছে সেটিকে মাছ বিক্রির উপযোগী করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 8,564,513 total views, 3,218 views today |
|
|
|