মে ৬, ২০২৩
পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত : ১০ জন
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছার রাড়ুলীতে প্রতিপক্ষের হামলা ও মারপিটে ১০ নারী-পুরুষ রক্তাক্ত জখম হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সার্বজনীন মন্দির নিয়ে দুপক্ষের দ্ব›দ্ব ও পুকুরের পাশ দিয়ে সরকারী অর্থায়নে চলাচলের রাস্তা নির্মানে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকাশ চন্দ্র সরকার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। এদিকে উক্ত ঘটনায় গুরুতর আহত হয়ে প্রথম পক্ষের বিধান সরকার ও রাজু মন্ডলকে খুলনার ২৫০ শর্যা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া আহত কার্তিক বৈরাগী, তপতী, বৈশাখী সরকার, প্রশান্ত মন্ডলের খুলনা মেডিকেল হসপিটালের চিকিৎসা চলছে। অপরদিকে গনেশ মন্ডল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছে। এরমধ্যে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্তসহ অন্যান্য মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মন্দির কেন্দ্রিক ঘটনাটি আমি জানতে পারা মাত্র তাৎক্ষণিক ফোর্স পাঠিয়ে ঘটনার সত্যতার ভিত্তিতে সিংহভাগ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি ও বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাসহ অন্যান্য ৬ আসামি গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 8,564,895 total views, 3,600 views today |
|
|
|