মার্চ ১৯, ২০২৩
সাতক্ষীরা ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক বনভোজন
স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ৩৮নং ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) দুপুরে আগরদাঁড়ী ইউনিয়নের ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বেলাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত স্কুল ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আব্দুল গনি, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুবনেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শানওয়াজ সোমা, যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ প্রমুখ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমসুচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট প্রাক্কলিত মুল্য ১ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩৮১ টাকা ব্যয়ে আনুভুমিক স¤প্রসারণ ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়ন করেছে। এসময় দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 8,619,146 total views, 10,803 views today |
|
|
|