মার্চ ১৫, ২০২৩
শ্যামনগরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ আহত
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পাতাখালী পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ মার্চ) পাতাখালী পল্লীর ছিফাতুল্লাহ গাজীর পুত্র হাজী লিয়াকত আলীর বাড়ি সংলগ্ন তার মৎস্য ঘেরে। আহত ব্যক্তিরা হলেন পাখিমারা গ্রামের মৃত শওকত আলী গাজীর পুত্র ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি আব্দুল আহাদ( ৪২), সামাদ সরদারের পুত্র ছাত্রলীগ নেতা আকবর হোসেন(২৫) ও পাতাখালী গ্রামের লিয়াকত গাজীর পুত্র আছাদুল ইসলাম( ৪০)। বর্তমানে তারা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জমির মালিক হাজী লিয়াকত আলী জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে শত্রুতা থাকায় তার পরিবারবর্গের উপর বিভিন্ন সময়ে হয়রানী, মারাপিট করাসহ আর্থিক ক্ষতি সাধন করে অবৈধভাবে মৎস্য ঘের থেকে ১০কাঠা জমি দখলের হীন প্রচেষ্টায় লিপ্ত থাকে একই গ্রামের বাবলু, তাজমিনুর, সিদ্দীক, ময়না, সাদ্দাম, ইমদাদুল ও আহসান। এরই প্রেক্ষিতে হাজী লিয়াকত আলীর মৎস্য ঘের থেকে অবৈধভাবে ১০ কাঠা জমি দখল করতে বাধা দেওয়ায় আহতদের চড়, কিল, ঘুষি, লাথি, দা, লৌহার রড ও লাঠি দ্বারা উপুর্যপরি মারপিট করে মারাত্মক রক্তাক্ত নীলাফোলা জখম করে আহত করা হয়। আহতদের আটকিয়ে রাখলে ৯৯৯ ফোন কল মারফৎ শ্যামনগর থানা পুলিশ তাদের কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। পুলিশের উপস্থিতি জানতে পেরে হামলাকারীরা নানাবিধ হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। হাজী লিয়াকত আলীর বাড়ি সংলগ্ন মৎস্য ঘেরটিতে পানি উত্তোলন করে বাগদা রেণুপনা ছাড়া হয়েছে। তিনি বংশপরম্পরায় প্রায় ৬০ বছর যাবৎ বৈধ কাগজপত্র মূলে ভোগ দখল করে আসছেন। ব্যাপারে শ্যামনগর থানায় মামলার প্রস্তুুতি চলছিল বলে একাধিক সূত্রে জানা গেছে। 8,573,425 total views, 1,195 views today |
|
|
|