মার্চ ১৪, ২০২৩
৪১ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা ০৮ উইকেটে জয়ী
মৌলভীবাজার ভেন্যু: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার স্টেডিয়ামে আজ ১৪মার্চ ২০২৩ তারিখে ৪১তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা২০২২-২৩ এর খেলা সাতক্ষীরা জেলা বনাম কুমিল্লা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। কুমিল্লা জেলা ব্যাট করতে নেমে ৩০.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান করে। দলের তানভির সর্বোচ্চ ২৩ রান করে। প্রতিপক্ষের আরিফ ৪টি এবং মুরাদ ও সোহেল ২টি করে উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে ২টি উইকেট হারিয়ে ৯৭ রান করে। দলের শাহাজাহান ৩৮ ও তানভীর ৩৩ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ৮উইকেটে জয়লাভ করে।
সাতক্ষীরা ভেন্যু:বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার হবিগঞ্জ জেলা বনাম চট্টগ্রাম জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় হবিগঞ্জ জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভাওে ১০ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। দলের আব্দুল কুদ্দুস সর্বোচ্চ ৫২ রান করে। জবাবে চট্টগ্রাম জেলা ব্যাট করতে নেমে ৩৭.৩ ওভাওে ১টি উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দলের সাদিকুর রহমান ৭১ ও লিখন ৫৩ রান করে। ফলে চট্টগ্রাম জেলা ৯উইকেটে জয়লাভ করে। 8,621,508 total views, 1,060 views today |
|
|
|