ফেব্রুয়ারি ১৬, ২০২৩
কালিগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি: আগামী ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. গোলাম মোস্তফা, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যাম ফেরদৌস মোড়ল, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। 8,576,490 total views, 4,260 views today |
|
|
|