ফেব্রুয়ারি ১৫, ২০২৩
শ্যামনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : ‘মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’- এ ¯েøাগান নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রæয়ারি (বুধবার) সকাল ১০টায় শ্যামনগর শিক্ষা অফিসের আয়োজনে নকিপুর সরকারী এইচ,সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। শ্যামনগরের ১৯১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ ৫৪টি বিষয়ের উপর প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী কে পুরস্কৃত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বলেন- স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থীদের স্মার্ট করতে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা, আদর্শ ও আন্তরিকতার সাথে পাঠদান ও খেলাধুলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার বলেন- সুস্থ দেহ ,সুস্থ মন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল নিয়ে আলোকপাত করেন। এ সময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার সোহাগ হোসেন, জহরুল ইসলাম, ইদ্রিস আলী, নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি পরিমল কুমার কর্মকার সহ প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক/শিক্ষিকা, সুশীলসমাজ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজয়ী ‘খ’ বিভাগের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির) শিক্ষার্থীরা সাতক্ষীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। 8,577,699 total views, 5,469 views today |
|
|
|