ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বুড়িগোয়ালিনীতে মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (সিআইএমএমএস) প্রকল্পের অধীনে মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রæয়ারি) সকাল ১০টায় কারিতাস খুলনা অঞ্চলের অধিনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন মানব পাচার কমিটির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। এছাড়া ইউপি সদস্য সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যাসহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত থেকে সভার কাযক্রম এগিয়ে নেন। প্রকল্পের পক্ষ থেকে (সিআইএমএমএস) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মি: এন্ড্রিকো মন্ডল সভায় মানব পাচার কমিটি কাদের নিয়ে গঠিত ,মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ (মানব পাচার প্রতিরোধ ও দমনে বিশেষ কোন আইন আছে কিনা, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী শিশু কারা? মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী শোষন ও নিপীড়ন বলতে কি বোঝায় সম্পর্কে বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপ করেন। মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভাটি সঞ্চালনা করেন (সিআইএমএমএস) প্রকল্পের ইউডিডাবøুই মি; সুজন সেন। এছাড়া উক্ত সভায় প্রকল্পের পক্ষে আরও উপস্তিত ছিলেন মো. শরিফুল ইসলাম। 8,577,190 total views, 4,960 views today |
|
|
|