অক্টোবর ১৭, ২০১৮
ভ্রমণ কথা:পাহাড়, জলপ্রপাত আর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাচিতে আমরা ১২জন আবুল কাসেম
রাজধানী থেকে কিছুদূর যেতেই শুরু হলো আঁকাবাঁকা পাহাড়ি পথ। রাচির বিখ্যাত গুণ্ডু গুণ্ড্রু জলপ্রপাত দেখতে আমাদের মনের সাথে পাল্লা দিয়ে ছুটছে গাড়ির চাকা। পথের ধারেই পাহাড়ি বুনোফুল আর অজানা গাছের সারি আমাদেরকে স্বাগত জানাচ্ছিল দু’হাত প্রসারিত করে। পঞ্চাশ কিলোমিটার পথ। এক ঘণ্টার মধ্যেই পৌঁছে গেলাম সিঁড়ির ধারে। তর সইছে না কারো। সৃষ্টির সেরা সুন্দরীকে কাছ থেকে মন ভরে দেখতে কে না চায়। এক নাগাড়ে সিড়ি ভাঙছি। যারা আগেই জলপ্রপাত দেখে সিঁড়ি টপকিয়ে ফিরে আসছে, ঘেমে সাতরানো মুখ হলেও প্রশান্তির ঝিলিক তাদের চোখে-মুখে। ৭৪৫টি সিঁড়ি দিয়ে নেমে যখন জলপ্রপাতের কাছে পৌঁছলাম, শিউরে উঠলাম। অবশ্য নিচে নামার আগেই জলপতনের সুর তরঙ্গ কানে আসছিল। ঘোমটা টানা লাজুক অথচ অসম্ভব সুন্দরী বধূর মতো লাগল তাকে। চারিদিকে পাহাড়ে ঘেরা পাঁচিল। তার মধ্যেই সৌন্দর্যের লীলাখেলা। বুনো জঙ্গলের মাঝে আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজ দিয়ে অবিরাম নিচে আছড়ে পড়া জলরাশি মনকে তো বারেবার ছুঁয়ে যাবেই। 8,548,824 total views, 16,156 views today |
|
|
|