নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৮৪.২৪% পাশের হার নিয়ে সাতক্ষীরা জেলা যশোর বোর্ডের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা(৯০.৭৩%) ও ঝিনাইদহ(৮৪.৫৬%)। বুধবার প্রকাশিত এইচএসসির ফলাফলে এসব তথ্য জানা গেছে।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার জানিয়েছেন, সাতক্ষীরা জেলার ৬৮টি প্রতিষ্ঠানের মোট ২৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ১১ হাজার ৫২০ জন পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ হাজার ১৮২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ৯৪২০ জন পরীক্ষার্থী পাশ করেছেন যার মধ্যে ছেলে ৪৯৩৩ জন এবং মেয়ে ৪৪৮৭ জন।
শিক্ষা কর্মকর্তা জানান, ছেলেদের পাশের হার ৮১.৩৭% এবং মেয়েদের ৮৭.৬৩%। অর্থাৎ পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এছাড়া পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে ১৫.৭৫% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তবে এই জেলায় মোট কতজন জিপিএ-৫ পেয়েছে তা তিনি জানাতে পারেননি।