ফেব্রুয়ারি ৬, ২০২৩
শ্রীউলায় শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ
শ্রীউলা প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। ‘আমি সমাজকর্মী, পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি আমি’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা। ইউনিয়ন সমাজকর্মী মৃণাল কান্তি স্বর্নকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিল্ড অফিসার শাহীনুর ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউপি সচিব খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রাজেন্দ্র নাথ স্বর্ণকার ও শিক্ষার্থী মেঘা সরকার। প্রধান অতিথি বলেন- শিশু কে, শিশুর অধিকার ও সুরক্ষা কি আমাদের জানতে হবে। শিশু সুরক্ষার অন্তরায় গুলো চিহ্নিত করে এর প্রতিকারে উপজেলা সমাজসেবা অফিস ইউনিয়ন সমাজকর্মীদের মাধ্যমে শিশু সুরক্ষায় কাজ করে যাচ্ছে। বক্তারা প্রত্যেকটি শিশু সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে উদাত্ত আহŸান জানান। আলোচনা সভা শেষে সমাজসেবা অফিস কর্তৃক পূণর্বাসনকৃত ভিক্ষুক রুস্তম আলীর দোকান পরিদর্শন করেন কর্মকর্তা ও অতিথিবৃন্দ। 8,576,979 total views, 4,749 views today |
|
|
|