জানুয়ারি ২৮, ২০২৩
সুন্দরবনে হরিণের মাংস ও বন্দুকের গুলিসহ আটক শিকারি
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ নীল কোমল বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৯ রাউন্ড বন্দুকের গুলি, ২০ কেজি হরিণের মাংস ও চামড়াসহ হিরো আকন (২৫) নামের এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে তার সাথে থাকা লোকজন অস্ত্র নিয়ে বনের গহিনে পালিয়ে যায়। তাদেরকে আটক করার জন্য বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। আটক হিরো আকন বরগুনা জেলার তালতলী থানার সকিনা গ্রামের আঃ মালেক আকনের পুত্র। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানায়, ‘গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে নীল কোমল টহল ফাঁড়ির পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও এসকল বন্দুকের তাজা গুলিসহ তাকে আটক করা হয়’। তিনি আরও জানান, ‘আটক ব্যক্তি পেশাদার হরিণ শিকারি বলে নিশ্চিত হওয়া গেছে’। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, ‘এ ব্যাপারে মামলা হয়েছে। আটক হিরো আকনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে’। 8,570,826 total views, 9,531 views today |
|
|
|