জানুয়ারি ২৭, ২০২৩
সুন্দরবনের দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী ও সিপিজি সদস্যদের অংশগ্রহনে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য দিন ব্যাপী প্রশিক্ষণ ২৬ জানুয়ারি সকাল ১০ টায় নলিয়ান রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন। দাকোপ-কয়রাসহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির কেশিয়ার মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন রেঞ্জ সহযোগী সৈয়দ আশিকুজ্জামান আশিক, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়,কালাবগী স্টেশন কর্মকর্তা আঃ হাকিম, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা আবু সাঈদ, সুতারখালী স্টেশন কর্মকর্তা সমশের আলম, কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারেক হোসেন, সিপিজি সদস্য সাইফুল ইসলাম, খোকন মল্লিক, খগেন্দ্রনাথ গাইন, সাবিনা, রুদ্রা বিশ্বাস প্রমুখ। প্রশিক্ষণে খুলনা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারী সহ সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন। 8,570,825 total views, 9,530 views today |
|
|
|