জানুয়ারি ১৫, ২০২৩
মাগুরায় দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্থ স্থাপন
মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ষষ্টীতলা সর্বজনীন দূর্গা মন্দিরের পুর্ন-নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থ স্থাপন করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। মাগুরা ষষ্ঠীতলা সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী, তালা থানার অফিসার ইনচার্জ ওসি চৌধুরী রেজাউল করিম, মাগুরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ মুখার্জী, উপজেলা ওয়ারর্কার্স পার্টি সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, মাগুর আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রাম প্রসাদ দাশ। এছাড়া ইউপি সদস্য শেখ মইনুল ইসলাম, সাবেক সদস্য আবদার আলী বিশ্বাস, মাগুরা উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক বিশ্বাস দুলাল চন্দ্র, মাগুরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা ষষ্ঠীতলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীরণ শীল। 8,575,435 total views, 3,205 views today |
|
|
|