জানুয়ারি ১৩, ২০২৩
সুবিধা-বঞ্চিত শিশুদের নিয়ে ভিবিডি সাতক্ষীরার পিঠা উৎসব
নিজস্ব প্রতিবেদক : ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলার সুবিধা-বঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) শহরের কামালনগর এলাকায় ৫০জন সুবিধা-বঞ্চিত শিশুদের নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। কথা বলে জানা গেছে, নতুন বছর উপলক্ষে সুবিধা-বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সাতক্ষীরা জেলার সভাপতি মো. হোসেন আলী বলেন, ‘মূলত নতুন বছর উপলক্ষে সবার মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। আমরা আজ ৫০জন সুবিধা-বঞ্চিত শিশুদের নিয়ে এই আয়োজন করেছি। ভিবিডি সাতক্ষীরা অসহায় এবং ছিন্নমূল শিশুদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এমন ধরনের কাজ অব্যাহত থাকবে’। পিঠা উৎসবে এসে পথ-শিশু সাব্বির বলেন, ‘আমি মাস্ক বিক্রি করছিলাম। আমাকে ডেকে নিয়ে এসেছে। পিঠা খেতে দিয়েছে, আমি অনেক খুশি।’ সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। মৌসুমি শীতের পিঠা উৎসবে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হয় এসব পিঠার সঙ্গে। শিশুরাও অচেনা এসব পিঠা দেখে ও খেয়ে আনন্দে মাতোয়ারা হয়েছেন। এসময় ভিবিডি সাতক্ষীরা জেলা সাবেক সভাপতি সুব্রত হালদার, প্রোজেক্ট অফিসার তরিকুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার ফাতেমা খাতুন তিশা, সদস্য মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, অর্পন বসু, তামিম রশীদ, নাজমুল ইসলাম, অসিউল ইসলাম, লাম্মি আক্তার, জেরিন, তাহসিনসহ ভলেন্টিয়াবৃন্দ উপস্থিত ছিলেন। 8,644,404 total views, 756 views today |
|
|
|