ডিসেম্বর ২৬, ২০২২
আশাশুনির ৩৩ চার্চে বড়দিন উদযাপিত
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির ৩৩ টি চার্চে ধুমধামের সাথে উদযাপিত হচ্ছে খ্রীস্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান যিশু খ্রীস্টের জন্মদিন বড়দিন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ৩৩ টি চার্চে বড়দিন উদযাপিত হলেও বড়দল ক্যাথলিক মিশন ও জামালনগর ক্যাথলিক মিশনসহ কয়েকটি চার্চে বড় ধরনের আয়োজন করা হয়েছে। শনিবার রাত ১২.০১ টার সময় প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সপ্তাহ ব্যাপী অনুষ্ঠান থাকলেও এ বছর মূল আয়োজন বড় করে করা হচ্ছে ২/৩ দিন। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড়দল ক্যাথলিক মিশনে পৌরহিত্যের দায়িত্ব পালন করছেন পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল। সহকারী পুরোহিত ফাদার শংকর মন্ডল। অনুষ্ঠানে আগষ্টিং গাইন, জ্যাকব আচারী, জগদিশ সিং, অলান্দ মন্ডল, মন্টু মন্ডল, জগদিশ মন্ডল, পিউষ হালদার, দমিনিক সিং প্রমুখ কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জামালনগর ক্যাথলিক মিশনে পৌরহিত্যের দায়িত্বে আছেন, ফাদার সংকর মন্ডল। বড়দিন উদযাপন কমিটির সভাপতি লালন সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সরকার, জয় সরকার, ফিলিপ সরকার, অসীম সরকার, সুফল সরকার, সাজু মন্ডল, প্রসাদ গোলদার, লিটন গোলদার, রনজিৎ গোলদার, সোনা গোলদার, পরি গোলদার, দিলিপ গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার সকল চার্চে শান্তিপূর্ণ ভাবে বড়দিন উদযাপিত হচ্ছে। সর্বত্র পুলিশী টহল রয়েছে। এদিকে বড়দিন উপলক্ষে আশাশুনি উপজেলার খ্রীস্টানদের মাঝে সাড়ে ১৬ মে.টন চাউল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ৩৩টি চার্চের কমিটির কাছে এ চাউল হস্তান্তর করেন বড়দিন উদযাপন কমিটির সভাপতি লালন সরকার, সাধারণ সম্পাদক সুভাষ সরকার। 8,583,281 total views, 11,051 views today |
|
|
|