নিজস্ব প্রতিবেদক : বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে সারা দেশব্যাপি কম্বল বিতরণ অব্যহত আছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আশা সাতক্ষীরা জেলার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ন কবিরের নিকট ৩৬২টি কম্বল হস্তান্তর করা হয়।
আশার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশা-সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, সাতক্ষীরা সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আমানাত উল্লাহ, সাতক্ষীরা সদর-০১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার একেএম আমিনুর রহমান, সাতক্ষীরা সদর-২ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, এএসই মোঃ রায়হান উদ্দীন, কম্পিউটার অফিসার কাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শেখ রেজাউল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আফতাবুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক উক্ত অনুষ্ঠানে আশার ভূয়সী প্রশংসা করেন।