ডিসেম্বর ১২, ২০২২
কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার নব-গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার নব-গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু’র সভাপতিত্বে ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন, দাতা সদস্য মো. নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. আবুল কাশেম, মো. আমিনুর রহমান, মো. আজিজুর রহমান, ইকরামুল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছা: নাছরিন সুলতানা, সাধারণ শিক্ষক সদস্য মো. কবিরুল বাসার, মো. হায়দার আলী ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শারাবান তহুরা প্রমুখ। কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার নব-গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভার আলোচ্য সূচির মধ্যে ছিল-নতুন কমিটির পরিচিতি পর্ব, সীমানা প্রাচীর নির্মাণ প্রসঙ্গ, সাইকেল গ্যারেজ নির্মাণ, মাদ্রাসার মেয়েদের নামাজের জায়গা তৈরীসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধার্ন্ত গৃহীত হয়। প্রথম সভায় উপস্থিত নতুন কমিটির সকলের সর্বসম্মতিক্রমে ইউসিবিএল ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কাদেরকে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির বিদ্যেৎসায়ী সদস্য করা হয়। কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা পরিচালনার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা, (গর্ভাণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’র চেয়ারম্যান’র নির্দেশক্রমে যশোর’র উপ-রেজিষ্ট্রার (প্রশাসন) এর স্বাক্ষরিত বামাশিবো/প্রশা/৩৩০২২১১৮৮৭২২ নং স্মারকে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার নব-গঠিত ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে। কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার নব-গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় সকল সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। সভা শেষে নব-গঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা পরীক্ষার হলরুম পরিদর্শণ করেন এবং মাদ্রাসার কার্যক্রম পরিদর্শন করেন। 8,766,884 total views, 7,444 views today |
|
|
|