নভেম্বর ৩, ২০২২
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র অ্যাসিস্টেন গভর্নর নাজনীন আরা নাজু’র সভাপতিত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামগ্রীক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, বিদ্যোৎসাহী সদস্য মুহঃ মুনজুরুল হক, অভিভাবক সদস্য মো. ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, শিক্ষক প্রতিনিধি মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীকে ম্যানেুিজং কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী নাসরিন আরা শাহী প্রমুখ। ম্যানেজিং কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল, ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গ, ম্যানেজিং কমিটির সদস্য, সকল শিক্ষক, খন্ডকালীন শিক্ষকদের বেøজার এবং কর্মচারীদের ইউনিফর্ম তৈরী, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন হয়রানী বন্ধ, পরিস্কার পরিচ্ছন্নতাসহ আভ্যান্তরীন শৃঙ্খলা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ী ক্রয়সহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 8,890,926 total views, 1,819 views today |
|
|
|