অক্টোবর ৩১, ২০২২
মরিচ্চাপ নদী পুনঃখনন প্রধানমন্ত্রীর এক যুগান্তকারী পদক্ষেপ .....................জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম
সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেছেন- ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণ, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মরিচ্চাপ নদী পুনঃখনন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী পদক্ষেপ। নদী পূনঃখননের ফলে আজ নদী সংলগ্ন গ্রামগুলির জলাবদ্ধতা দূর হয়েছে। হাজার হাজার বিঘা সম্পত্তিতে মাছ ও ধান চাষ করে কৃষকেরা সাবলম্বী হয়ে উঠেছে। কৃষকেরা জমিতে দুই/তিনটি ফসল ফলাতে পারছে। এসবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দুরদর্শীতার কারণে। সোমবার বিকালে আশাশুনির শোভনালী ব্রিজ সংলগ্ন মরিচ্চাপ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন- ময়লা আবর্জনা ফেলার ভাগাড়ে পরিনত হওয়া এবং ভূমিদস্যুদের অবৈধ দখলে চলে যাওয়া মরিচ্চাপ নদী এখন প্রবাহমান। আজ এই নদীতেই আপনারা গ্রামবাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে পারছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ এবং এলাকার উন্নয়নে সামিল হবেন’। শোভনালী, নৈকাটি, বৈকরঝুটি যুবসংঘের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতায় হরিণখোলা মা দুর্গা দল, পুইজালা সোনারতরী দল, শোভনালী আকবর হোসেনের দল ও কলারোয়ার সোনাবান্দাল দল অংশগ্রহণ করেন। বাইচে বিজয়ী হয়েছে হরিণখোলা মা দুর্গা দল, দ্বিতীয় হছেনে পুইজালা সোনার তরী দল। প্রথম পুরস্কার ২৪ ইঞ্চি কালার টিভি, দ্বিতীয় পুরস্কার ১৪ ইঞ্চি কালার টিভি প্রদান করা হয়। শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ইয়ানুর রহমান, ওসি মমিুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলিমা খাতুন মিলি, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম আজাদ, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাসসহ আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ। 8,585,973 total views, 2,659 views today |
|
|
|