অক্টোবর ৭, ২০২২
বুধহাটা ইউপি’র জন্ম নিবন্ধন কার্যক্রমে সফলতার স্বীকৃতি পেলেন ইউপি চেয়ারম্যান ডাবলু
নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন কার্যক্রমে উপজেলায় প্রথম ও জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সফলতার স্বীকৃতি হিসাবে ইউপি চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। জন্ম নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে অনেক ইউনিয়নে সমস্যার কথা শোনা যায়। সেখানে আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে জন্ম নিবন্ধন কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করে সকল ইউনিয়নের চেয়ে ভাল করায় বুধহাটা ইউনিয়ন পরিষদকে উপজেলার শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়নের মধ্যে উপজেলা থেকে বাছাইকৃত একটি করে ইউনিয়নের তালিকা জমা দেওয়া হয় জেলায়। জেলায় বুধহাটা ইউনিয়নকে ৩য় স্থান প্রাপ্ত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্রেস্ট প্রদান করা হয়। ইউপি চেয়ারম্যানের পক্ষে পরিষদের সচিব জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। 8,586,975 total views, 3,661 views today |
|
|
|