অক্টোবর ৬, ২০২২
তালায় খাদ্য নালীতে মায়ের দুধ আটকে শিশুর মৃত্যু
তালা প্রতিনিধি : মায়ের বুকের দুধ পান করার সময়ে খাদ্যনালীতে দুধ আটকে তালা উপজেলার নগরঘাটা পশ্চিমপাড়া এলাকায় নাফিজা (১০ মাস) বয়সী এক শিশু করুন মৃত্যু হয়েছে। শিশু নাফিজা তার পিতা কামরুল ইসলাম ও মাতা হাফিজা দম্পতির একমাত্র সন্তান। বৃহস্পতিবার (৬ অক্টোবার) দুপুরে তার মৃত্যু হয়। জানা গেছে, ২০১৯ সালে তালা উপজেলার নগরঘাটা গ্রামের ওছিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামের সাথে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার আনারুল ইসলামের মেয়ে হাফিজা বেগমের বিয়ে হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের সংসারে শিশু নাফিজার জন্ম হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মায়ের বুকের দুধপান করার সময় নাফিজার খাদ্যনালীতে দুধ আটকে যায়। এসময় দ্রæত চিকিৎসার জন্য সাতক্ষীরা নেয়ার সময় পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়। এবিষয়ে নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারমান কামরুজ্জামান লিপু জানান, শিশুটির করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত সাড়ে ৯টায় জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হবে। একমাত্র কন্যার এমন মৃত্যুতে তার পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। এব্যপারে তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব সরদার বলেন, আমরা সবসময় মায়েদের বলে থাকি- শিশুদের কখনও শোয়ানো বা ঘুমন্ত অবস্থায় বুকের দুধ পান করাবেন না। শিশুকে সবসময় ৪৫ ডিগ্রি কাত করা অবস্থায় দুধ পান করাতে হবে। নতুবা এধরনের করুন দূর্ঘটনা ঘটতে পারে। 8,577,373 total views, 5,143 views today |
|
|
|