অক্টোবর ৩, ২০২২
মহাঅষ্টমীতে সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে মহাঅষ্টমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (৩ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সদরের লাবসা ইউনিয়নের মাগুরা, বল্লী ইউনিয়নের রায়পুর, ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারীয়া, শিবপুর ইউনিয়নের গোদাঘাটা পূজা মন্ডপ, বৈকারী ইউনিয়নের কাথন্ডা পূজা মন্দিরসহ সদরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শণ করেন এবং দুর্গা মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় এমপি রবি বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আগত ভক্তবৃন্দের সাথে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, ফারুক আহমেদ, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান লাল্টু, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর শাহিন, আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. ইনজামামুল হক ইনজাসহ দলীয় ও সনাতন ধর্মলম্বী পন্ডিত এবং গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 8,766,799 total views, 7,359 views today |
|
|
|