মাহফিজুল ইসলাম আককাজ : লায়ন্স ক্লাব অব সাতক্ষীরা সেন্ট্রাল এর আয়োজনে অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ অক্টোবর) বিকালে শহরের কামালনগরস্থ লেকভিউতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে লায়ন্স ক্লাব অব সাতক্ষীরা সেন্ট্রাল এর উদ্যোগে অক্টোবর মাস সেবা সপ্তাহ’র উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসেনর সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সাতক্ষীরা সেন্ট্রাল ক্লাবের সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সদস্য মো. মশিউর রহমান বাবু, মোস্তাক আহমেদ, ফরিদ আহমেদ, মীর জিল্লুর রহমান, চন্দন রায়, মোমতাজুল মিলন প্রমুখ। লায়ন্স ক্লাব অব সাতক্ষীরা সেন্ট্রাল এর আয়োজনে অক্টোবর মাস সেবা সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচীর আলোকে ফলজ, বণজ ও ভেষজ গাছের চারা রোপণ করছে সংগঠনটি। এসময় লায়ন্স ক্লাব অব সাতক্ষীরা সেন্ট্রাল’র সদস্যরা উপস্থিত ছিলেন।