সেপ্টেম্বর ৩০, ২০২২
মালদ্বীপের লিগে খেলতে গেলেন সাতক্ষীরার সাবিনা
ডেস্ক রিপোর্ট: মালদ্বীপের ঘরোয়া নারী ফুটবল লিগে পরিচিত নাম সাবিনা খাতুন। এর আগেও তিনবার খেলেছেন মালদ্বীপ লিগে। এবার মেয়েদের ফুটসাল টুর্নামেন্টে অংশ নিতে গতকাল শুক্রবার মালদ্বীপে গেলেন জাতীয় দলের এই অধিনায়ক। এবার মালদ্বীপে সাবিনার সঙ্গী হয়েছেন বসুন্ধরা কিংসে খেলা জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। দুজনই খেলবেন মালদ্বীপ আর্মি ক্লাবের হয়ে। যাওয়ার আগে নিজের ফেসবুক পেজে সাবিনা লিখেছেন, ‘মালদ্বীপ যাচ্ছি। সবাই দোয়া করবেন।’ নেপালে সদ্য শেষ হওয়া সাফ টুর্নামেন্ট দারুণভাবে রাঙিয়ে নিয়েছেন বাংলাদেশের গোলমেশিন সাবিনা। পাকিস্তান ও ভুটানের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। মালদ্বীপের বিপক্ষে ৩–০ গোলের জয়ে সাবিনা একাই করেন জোড়া গোল। টুর্নামেন্টে ৫ ম্যাচে ৩টিতে হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। ৮ গোল করে জিতেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। সাফের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে সাবিনার হাতে। জাতীয় দলের জার্সিতেও সাবিনার ধারেকাছে কেউ নেই। শুধু সাফেই করেছেন ২২ গোল। সব মিলিয়ে ৪৮ ম্যাচে সাবিনার গোল ৩২টি।
সাফ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ নারী দল দেশে ফেরে ২১ সেপ্টেম্বর। এরপর টানা এক সপ্তাহ সংবর্ধনা অনুষ্ঠানে ব্যস্ত ফুটবলাররা। এরই মধ্যে নিজের জেলা সাতক্ষীরায় সংবর্ধিত হয়েছেন সাবিনা। সাতক্ষীরায় দুই দিনের জন্য স্বজনদের সাথে ব্যস্ত সময় কাটিয়ে ঢাকায় ফিরে যান। সেখানে প্রস্তুতি নেন মালদ্বীপ লিগে খেলার। 8,769,532 total views, 1,255 views today |
|
|
|