সেপ্টেম্বর ২৮, ২০২২
জেলা জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এঁর ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিশু একাডেমির হলরুমে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের কেক কাটেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র উপরিচালক (চলতি দায়িত্ব) এ.কে.এম শফিউল আযম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মুহদ বুলু, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম। 8,413,937 total views, 2,090 views today |
|
|
|