সেপ্টেম্বর ২০, ২০২২
কয়রায় সুন্দরবনের পাশ-পারমিট দিলেও জেলেদের দুর্দশা কাটেনি !
মো. রউফ, কয়রা (খুলনা) প্রতিনিধি : গত তিন মাস আগে সুন্দরবনের পাশ-পারমিট বন্ধ ঘোষণা করে বন বিভাগ। পরে গত ১ সেপ্টেম্বর থেকে আবারও সুন্দরবনের সকল ধরনের পাশ-পারমিট ছেড়ে দিলেও জেলেদের দুর্দশা কাটেনি এখনও। গত মঙ্গলবার কয়রা উপজেলার সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠা মহারাৃজপুর ইউনিয়নের মঠবাড়ি ও মহেশরিপুর ইউনিয়নের তেঁতুলতলারচর গ্রামে জেলেদের সাথে কথা বলে জানা যায় তাদের করুন পরিস্থিতি। এ বিষয় তাদের সাথে আলাপ করলে বলেন, দীর্ঘ তিন মাস পর সুন্দরবনের সকল ধরনের পাশ পারমিট দিলেও কাক্সিক্ষত মাছ কাঁকড়া হচ্ছে না। কারণ জানতে চাইলে তারা বলেন, সুন্দরবন যখন বন্ধ ছিল তখন অবৈধ ভাবে প্রবেশ করে কিছু সংখ্যক অসাধু জেলেরা সুন্দরবনের ছোটো, ছোটো খালে অবৈধ ভেষাল জাল ও কীটনাশক দিয়ে মাছ শিকার করতো এবং বর্তমানে পাশ পারমিট দিলেও যেসব জালের পারমিট আছে। সেসব জালের ভিতরে লুকিয়ে অবৈধ জাল ও কীটনাশক নিয়ে যাচ্ছে সুন্দরবনে। তারা দাবি করেন যাঁরা এসকল কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। জেলারা আরো বলেন, সুন্দরবনে যাওয়ার জন্য মহাজন ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে দাদন নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে চাহিদা মত মাছ না পাওয়ায় চরম বিপাকে পড়তে হচ্ছে। পারমিট দেওয়া জালের ভিতরে লুকিয়ে অবৈধ জালও কীটনাশকের ব্যাপারে বানিয়াখালি ও কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আখতারুজ্জামান ও নির্মল কুমার মন্ডলের সাথে কথা হলে তারা বলেন, যারা ইতিপূর্বে সুন্দরবন নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল তারায় এধরণের অভিযোগ করছে। আমরা যখন পারমিট দেই তখন জেলেদেরকে চেকিং করার পরে সুন্দরবনে প্রবেশ করে। সেই সাথে আমাদের যেসকল টহল ফাঁড়ি আছে তারাও নিয়মিত চেকিংয়ের মাধ্যমে সুন্দরবনে প্রবেশ করতে দেয় জেলেদের। এ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। 8,573,074 total views, 844 views today |
|
|
|