সেপ্টেম্বর ১১, ২০২২
সদর উপজেলার পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ জলাভূমি/বর্ষা প্লাবিত ধান ক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে সদর উপজেলা বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সদর উপজেলার পুকুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে মৎস্য পোনা অবমুক্ত করেন সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মো. আনিসুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার, সদর উপজেলা সহকারী মৎস্য অফিসার মো. লুৎফর রহমান, সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী তপেশ কুমার সরকার প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার ২৩ টি জলাশয়ে ৫২২ কেজি বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করা হবে। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 8,769,963 total views, 1,686 views today |
|
|
|