সেপ্টেম্বর ৯, ২০২২
আশাশুনিতে ধান রোপণের সময় বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে নড়েরাবাদ বিলে ধান রোপণের সময় বজ্রপাতে কামরুল সরদার (৪৭) নামে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহত কামরুল বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়া গ্রামের জহির উদ্দিন সরদারের ছেলে। বজ্রপাতে আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদরে প্রেরণ করা হয়েছে বাকি দুজনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ২:৪৫ মিনিটে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের নড়েবাবাদ বিলে। ঘটনার সময় কামরুল মধ্যম চাপড়া গ্রামের নেছার সরদারের ছেলে আবুল খায়ের (৫৮) এর সাথে নডড়েরাবাদ বিলে খেড়–য়ারডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ফকিরের জমিতে ধান রোপণ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে কামরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত এবং আবুল খায়ের গুরুতরভাবে আহত হয়। এছাড়া জমির মালিক আব্দুর রহমানের দুই ছেলে গোলাম কিবরিয়া (৪২) ও হুমায়ুন আজাদ (৩৮) আহত হলে তাদের আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। আবুল খায়েরের অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদরে স্থানান্তর করা হয়েছে। 8,590,483 total views, 7,169 views today |
|
|
|