সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি গত জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে তিনি প্রশাসকের দায়িত্বও পালন করেছেন।
আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেবেন বলে আশাবাদী তিনি। (প্রেস বিজ্ঞপ্তি)।