সেপ্টেম্বর ১, ২০২২
সাতক্ষীরায় বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের আমতলা মোড় হতে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারকেলতলা মোড়ে গিয়ে শেষ হয়। র্যালির পূর্বে আলোচনা সভায় জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হবি, শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সদস্য আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির আহŸায়ক শের আলী, পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর বিএনপির সদস্য সচিব মীর নুরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. এ.বি.এম সেলিম, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা সবুজ হোসেন, জাসাসের জেলা সভাপতি ফারুক হোসেন, বিএনপি নেতা আনারুল ইসলাম, রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম হোসেন নীরব, সালাউদ্দিন লিটন, আহসানুল কাদির স্বপন, সাইফুল ইসলাম কাফী প্রমুখ। এসময় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। 8,766,751 total views, 7,311 views today |
|
|
|