নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ইভটিজিং’র অভিযোগে শোকর আলী (৩৮) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের আনছার আলীর ছেলে।
সূত্র জানান, আসামি শোকর আলী একই গ্রামের এক নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট ভুক্তভোগী ওই নারীর শয়নকক্ষের জানালা দিয়ে শ্লীলতাহানিসহ উত্ত্যক্ত করে।
পরবর্তীতে ওই নারী থানায় অভিযোগ দায়ের করলে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে আসামি শোকর আলীকে আটক করে।
এরপর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।