কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আলিমুর রহমান মনোনীত হয়েছেন।
রোববার (২২ জুলাই) রাত ৮টার দিকে বাজার কমিটির আয়োজনে জেলা পরিষদ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা ফারুকুজ্জামান ফারুকের পরিচালনায় সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক শওকাত হোসেন, অর্থ সম্পাদক আশফাকুর রহমান সোহেল, ড্রাগ সমিটির সভাপতি শামসুর রহমান, গার্মেন্টস সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, জুয়েলার্স সমিতির সভাপতি হরেন চন্দ্র নাথ, দর্জি সমিতির সভাপতি আল মামুন, তরকারি বাজার সমিতির সভাপতি শেখ তোতা প্রমুখ।