আগস্ট ২১, ২০২২
দুপুরের খাবার খেতে পারেনি মাদ্রাসা ছাত্র রিফাত
কয়রা (খুলনা) প্রতিনিধি : দুপুরের খাবার খেতে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় কুরআনের হেফজ পড়ুয়া আট বছর বয়সী রিফাত হোসেন নামের এক শিশুর মৃত্য হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে কয়রা উপজেলার নাকসা চৌরাস্তা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রিফাত হোসেন কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের মঈন আলী সরদারের ছেলে। সে নাকসা পুর্বপাড়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের হেফজ শাখার মেধাবী ছাত্র। মাদরাসা কর্তৃপক্ষ ও ঘটনা স্থলের প্রত্যক্ষদর্শী আখতার মোড়ল জানান, ছোট্ট বাচ্চাটি মাদরাসা থেকে পড়ে যোহরের নামাজ শেষে দুপুরের খাবার খেতে বাড়ি আসছিলো। বাড়ির পথে প্রবেশ করার সময় আমাদীর দিক হতে চাঁদখালীগামী একটি মোটরসাইকেল পিছন থেকে তার শরীরের ওপর উঠে যায়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন যাত্রী ও স্থানীয়রা তাৎক্ষণিক পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসক গোলাম সরোয়ারের কাছে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য আইবুর রহমান সানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ছেলেটি মারা গিয়েছে। তার এই অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম.এস দোহা (বিপিএম) জানান, নিহতের পিতা-মাতা মামলা করতে রাজি নয়। তাই ময়নাতদন্ত না করার জন্য ডিসি স্যারের কাছে আবেদন পাঠিয়েছে। অনুমতি পেলে নিহতের দাফনের সম্পন্ন হবে। মেধাবী শিক্ষার্থী রিফাত হোসেনের এই অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি শোক সমবেদনা জানিয়েছেন আমাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, নাকসা পুর্বপাড়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স পরিচালনা কমিটি ও তার সহপাঠীরা। 8,412,105 total views, 258 views today |
|
|
|