জুলাই ২৭, ২০২২
কালিগঞ্জে বিজিবি’র সুবেদারের বিরুদ্ধে চোরাকারবারিদের সহযোগিতা করার অভিযোগ!
নিজস্ব প্রতিনিধি: মোটা অংকের টাকার বিনিময়ে ভারতীয় চিংড়ির রেণু পারাপার করার অভিযোগ উঠেছে সাতক্ষীরার ১৭ বিওপির বাঁশঝাড়িয়া ব্যাটলিয়নের নায়েক সুবেদার আলমগীর হোসেনের বিরুদ্ধে।
গত ২৪ জুলাই রাত ১২ টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাঁশঝাড়িয়া ক্যাম্পের সামনে খুলনা মেট্রো (ন – ১১-০৯ ০৩) নাম্বারের একটি পিকআপ। ওই পিকআপে বিজিবি সদস্যদের উপস্থিতিতে ১০০ থেকে ১৫০ পলি চিংড়ির রেণু তুলছে চোরাকারবারিরা।
অনুসন্ধানে জানা যায়,একটি পলিতে চিংড়ির রেণু থাকে ২০ থেকে ২৫ হাজার। এক পলির জন্য বাঁশঝাড়িয়া ক্যাম্পের সুবেদার ৫০০ টাকা, ক্যাম্পের সকল সদস্যদের জন্য ৫০০ টাকা ও পেট্রোল টিম পাহারা দিয়ে সীমান্ত এলাকা পার করে দেওয়ার জন্য ২০০ টাকা করে দেয় চোরাকারবারিরা।
এবিষয়ে বাঁশঝাড়িয়া ক্যাম্পের নায়েক সুবেদার আলমগীর হোসেন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বাঁশঝাড়িয়া ক্যাম্প দিয়ে কোন প্রকার মাদক কিংবা ভারতীয় গলদার রেণু পারাপার হয় না। 8,589,742 total views, 6,428 views today |
|
|
|