জুলাই ২৭, ২০২২
শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মেহেদী হাসান: শ্যামনগরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন করা হয়। গত ২৪ জুলাই সকাল দশটায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আতাউল হক দোলন। আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব তুষার মজুমদার এছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী মৎস্য সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এসময় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে তিন খাতে পুরস্কার প্রদান করা হয়। কাঁকড়ার পোনা উৎপাদনে অবদান রাখার জন্য নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন কাঁকড়ার পোনা তৈরির হ্যাচারীকে পুরস্কার প্রদান করেন। যথাক্রমে সফল চিংড়ি চাষীকে ও সফল মৎস্য চাষী পুরস্কার প্রদান করা হয়। নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সংস্থার ক্ষুদ্রঋণ কর্মকর্তা পরিচালক জনাব আলমগীর কবির ও হ্যাচারীর পরিচালক মাসুদুল হক। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কাঁকড়া উৎপাদনে অবদান রাখার জন্য নওয়াবেকী গনমূখী ফাউন্ডেশনের কাঁকড়া হ্যাচারি কর্মকর্তাদের সাধুবাদ প্রদান করে এবং সকলের মঙ্গল কামনা মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। 8,592,044 total views, 8,730 views today |
|
|
|