জুলাই ১৬, ২০২২
আশাশুনিতে ঘেরমালিককে রক্তাত্ব জখম করে মাছ ছিনতাই
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ঘেরমালিককে রক্তাত্ব জখম করে মাছ ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। আহত ঘেরমালিককে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৬ টার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামে। প্রতাপনগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আহত ঘেরমালিক রোকনুজ্জামান গাজী জানান- প্রতাপনগর গ্রামের শাহাবুদ্দীন গাজীর ছেলে আসলাম গাজী, মহসীন গাজী ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জামাত আলী গাজীর স্ত্রী মারুফা পারভীন মিলে ২০২১ সাল থেকে প্রতাপনগর মৌজায় ১ বিঘা জমি মৌখিক ডিড নিয়ে আমি মৎস্য চাষ করে আসছি। জমির মালিকানা নিয়ে বিরোধ হওয়ায় শাহাবুদ্দীন গাজীর অপর ছেলে ফজলুল হক ও তার বখাটে ছেলে কহর আলী শনিবার ভোরে আমার ঘেরে এসে মাছের আটন ঝাড়তে থাকে। আমি বাঁধা দিলে সে আমাকে পিটিয়ে রক্তাত্ব জখম করে আটনে থাকা মাছ ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় আমি হাসপাতালে ভর্তি হয়েছি। কহর চিহ্নিত বাখাটে ও চোর হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে চুরি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি নারীঘটিত মামলা চলমান রয়েছে। জমির মালিক বীর মুক্তিযোদ্ধা পতœী মারুফা পারভীন ও আসলাম গাজী জানান- পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক উক্ত এক বিঘা জমি দখল বুঝে পেয়ে আমরা রোকনুজ্জামানকে মৌখিক ডিড দিয়েছি। কহর ও তার বাবা পারিবারিক সিদ্ধান্ত না মেনে ঘেরমালিককে এভাবে রক্তাত্ব জখম করা ঠিক হয়নি। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিলো। 8,605,051 total views, 12,930 views today |
|
|
|