জুলাই ১৬, ২০২২
আশাশুনির চাপড়া ব্রিজের পাটাতন ভেঙে যানবাহন চলাচল বন্ধ : জনভোগান্তি চরমে
সমীর রায়, আশাশুনি : আশাশুনির চাপড়া ব্রিজের লোহার পাটাতন ভেঙে যাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে জনভোগান্তি চরমে উঠেছে। ব্রীজটির ৩টি পাটাতনের ২টি ভেঙে পড়ায় বাস, মিনিবাস, ট্রাক ও বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে লাল পতাকা বসিয়ে পথচারীদের সতর্ক করা হলেও মটরসাইকেল, ইজিবাইক ও ইঞ্জিনভ্যান অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার হতে দেখা গেছে।
চাপড়া গ্রামের শিক্ষক মনিরুজ্জামান জানান- শুক্রবার রাতে কোন এক সময় ব্রীজটির ৩টি পাটাতনের ২টি ভেঙে যায়। তবে কোন কেউ হতাহত হয়নি। গত বছর একই স্থানে ইট বোঝাই ট্রাক ভেঙে মরিচ্চাপ নদীর চরে আটকে যায়। পাশেই ঢালাই ব্রিজের কাজ চলছে। কাজটি দ্রæত শেষ হলে আর এসব সমস্যা থাকবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান জানান- ঘটনা শুনে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাল পতাকা দিয়ে জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে চলাচলের কথা বলা হয়েছে। ব্রীজটির ভাঙা অংশ মেরামত করে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।
8,605,078 total views, 12,957 views today |
|
|
|